রাজগঞ্জ, ৩ জুনঃ আমবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা।ভস্মীভূত একটি বাড়ির তিনটি ঘর।বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘর সহ সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় নথী।রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের আমবাড়ি সংলগ্ন ৯ নম্বর কলোনি এলাকায়।আজ সেই অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।পরিবারটিকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
জানা গিয়েছে, আমবাড়ি ৯ নম্বর কলোনির বাসিন্দা রাজীব রায়ের বাড়িতে গতকাল রাতে আচমকাই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।ঘটনার পর আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন স্থানীয়রা।পরে ফুলবাড়ি থেকে একটি দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক রাজীব রায় জানান, আমি সামান্য শ্রমিকের কাজ করে সংসার চালাই।গতকাল আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির জমির কাগজ থেকে শুরু করে প্রয়োজনীয় নথী, সোনা এবং গতকাল ব্যাঙ্ক থেকে তুলে আনা প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকাও পুড়ে গিয়েছে।
এদিন ক্ষতিগ্রস্থ পরিবারটির সঙ্গে দেখা করতে যান বিধায়ক খগেশ্বর রায়।পরিদর্শন শেষে বিধায়ক জানান, গতকাল রাতে আগুন লাগার খবর জানতে পেরেছি।আজ পরিদর্শন করে দেখলাম সব পুড়ে গিয়েছে। পরিবারটিকে বেশকয়েকটি ত্রিপল তুলে দেওয়া হল।সরকারিভাবে পরিবারটিকে সাহায্যে করা হবে।