আমবাড়িতে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার

রাজগঞ্জ, ১৭ নভেম্বরঃ আহত অবস্থায় ৮ ফুট লম্বা অজগর উদ্ধার হল আমবাড়িতে।রবিবার বিকেলে আমবাড়ির গকুলভিটা গ্রাম থেকে এই অজগর সাপটি উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুদিন আগে গোকুলভিটা সংলগ্ন রেললাইন পার হওয়ার সময় এই অজগর সাপটি আহত হয়।আজ গ্রামের একটি ঝোপের পাশে আহত অবস্থায় অজগরটিকে দেখতে পান স্থানীয়রা।এরপর অজগরটিকে বস্তাবন্দি করে রাখা হয়।পরবর্তীতে আমবাড়ি রেঞ্জের বনকর্মীরাদের হাতে সাপটিকে তুলে দেন স্থানীয়রা।

বনকর্মীরা জানান, সাপটির মুখের কিছুটা অংশে আঘাত রয়েছে।সাপটিকে চিকিৎসা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişcasibomholiganbetbets10onwin girişcasibomJOJO BETgrandpashabetbahsegel girişonwincasibomcasino siteleri