রাজগঞ্জ ৫ আগষ্টঃ নম্বরবিহীন টোটো চলতে দেওয়ার দাবিতে বিক্ষোভ আমবাড়িতে।সোমবার রাজগঞ্জ ব্লকের আমবাড়ি তারঘেরা মাঠে শতাধিক টোটো দাঁড় করিয়ে বিক্ষোভ সামীল হন আমবাড়ি ও তার পার্শ্ববর্তী এলাকার টোটো চালকেরা।এছাড়া রাস্তা দিয়ে যাওয়া নম্বরযুক্ত টোটো আটকে প্রশাসনের নির্দেশিকার প্রতিবাদ করেন টোটো চালকেরা।
জানা গিয়েছে, চলতি মাসের ১ তারিখ থেকে প্রধান রাস্তায় নম্বরবিহীন টোটো চালানো নিষেধ করেছে পুলিশ প্রশাসন।তারই প্রতিবাদে সরব হয়েছেন টোটো চালকরা।সোমবার শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকার টোটো চালকরা একত্রিত হয়ে আন্দোলনে নেমেছেন।রাজগঞ্জের আমবাড়িতেও আন্দোলনে সামিল হয়েছে নম্বরবিহীন টোটো চালকেরা।
আন্দোলনকারীদের বক্তব্য, টোটো চালকরা সকলেই গরীব পরিবারের।ঋণ নিয়ে টোটো কিনেছেন।সেই টোটো চালিয়ে কোনরকমে সংসার চালাচ্ছেন তারা।নম্বরবিহীন টোটো বন্ধ করে দেওয়ায় মাথায় হাত পড়েছে টোটো চালকদের।
তারা আরও বলেন, সাহুডাঙ্গি, ক্যানেলমোড়, গজলডোবা ও আশিঘর যেতে আটকে দেওয়া হচ্ছে।টোটো চালাতে না পারলে সংসার চলবে কি করে?এছাড়াও কিস্তি কিভাবে দেবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন। টোটো নিয়ে রাস্তায় বের হলেই পুলিশের বাঁধার মুখে পড়তে হচ্ছে।তাই আমাদেরকে নম্বর দেওয়া হোক, নতুবা উপার্জনের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক।নম্বরবিহীন টোটো চালকদের কথা ভাবা না হলে নম্বরযুক্ত টোটো শহরের বাইরে গ্রামাঞ্চলে চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।