রাজগঞ্জ, ২৫ ডিসেম্বরঃ গ্রামে আসছে না পরিশ্রুত পানীয় জল, জলের বালতি নিয়ে বিক্ষোভ মহিলাদের। রাজগঞ্জের আমবাড়ির মহামায়া কলোনির ঘটনা।
প্রায় দুবছর আগে বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য জলের কল দেওয়া হয়েছে। কিন্তু সেই কলে জল আসছে না।এই কারণে সোমবার বিক্ষোভ দেখান এলাকার মহিলারা।
বাসিন্দাদের অভিযোগ, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য প্রায় দুবছর আগে প্রতিটি বাড়িতে কল দেওয়া হয়েছে। এলাকার সুদামগছ জল প্রকল্প থেকে পানীয় জল সরবরাহ হয়েছিল। কিন্তু দুমাস পরেই তা বন্ধ হয়ে যায়। স্থানীয় পঞ্চায়েতকে বিষয়টি জানানো হয়েছে।কিন্তু সমাধান হয়নি।নিরুপায় হয়ে পাতকুয়োর জল খেতে হচ্ছে বাসিন্দাদের। তাই বাধ্য হয়ে আজ বিক্ষোভে সামিল হন তারা।
এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য ভাস্কর সরকার বলেন, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী দুই জায়গায় জলের ট্যাংক তৈরির কাজ চলছে। শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান তিনি।