রাজগঞ্জ, ১৭ নভেম্বরঃ SIR আতঙ্কে আমবাড়িতে ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় আজ সেই বাড়িতে গেলেন INTTUC রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি। সোমবার সকালে শোকাহত পরিবারের খোঁজখবর নিতে যান INTTUC-এর রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূল কংগ্রেসের INTTUC জেলা সভাপতি তপন দে, ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, শেখ উমর ফারুক সহ আরও অনেকে।
SIR আবহে গত বুধবার রাজগঞ্জ ব্লকের আমবাড়ির কামারভিটা এলাকার বাসিন্দা ভুবনচন্দ্র রায়ের বাড়ি থেকে কিছুটা দূরে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, ভুবন চন্দ্র রায়ের বাড়ির সকলের এনুমারেশন ফর্ম এলেও বাড়ির মেয়ে শিবানী রায়ের এনুমারেশন ফর্ম নাম না আসায় চিন্তায় ছিলেন তিনি। এরপরই ঘটে যায় ওই অঘটন। পরিবারের দাবি, মেয়ের নামে এনুমারেশন ফর্ম না আসায় আত্মঘাতী হয়েছেন ভুবন বাবু।
আজ আমবাড়ির ঘটনাস্থলে গিয়ে শোকাহত পরিবারের সাথে দেখা করলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি। পরিবারের সদস্যদের সান্ত্বনা জানানোর পাশাপাশি তিনি পরিস্থিতির বিষয়ে বিস্তারিতভাবে খোঁজখবর নেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত ব্যানার্জি বলেন, এই এসআইআর-এর আতঙ্কে সাধারণ মানুষ আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিবারগুলির সঙ্গে দেখা করছি।
