রাজগঞ্জ, ৬ ডিসেম্বরঃ গজলডোবা থেকে আমবাড়িতে স্থানান্তর করা হল ভোরের আলো থানাকে।শুক্রবার আমবাড়ি পুলিশ ফাঁড়িকে রূপান্তরিত করা হয় ভোরের আলো থানায় এবং গজলডোবায় থাকা ভোরের আলো থানাকে গজলডোবা পুলিশ ফাঁড়িতে রুপান্তরিত করা হয়েছে।
উল্লেখ্য, প্রায় এক বছর আগে রাজগঞ্জের গজলডোবা এলাকার মিলনপল্লী ফাঁড়িকে ভোরের আলো থানা করা হয়েছিল।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হয় গজলডোবার এই ‘ভোরের আলো থানা’। সেই থানাকে ফের রূপান্তরিত করা হলো পুলিশ ফাঁড়িতে।আমবাড়ি পুলিশ ফাঁড়িকে করা হলো ভোরের আলো থানায়।
এই বিষয়ে ডিসিপি রাকেশ সিং বলেন, শিলিগুড়ি পুলিশ কমিশনার ও প্রশাসনের নির্দেশে সাধারণ মানুষদের ভালো পরিষেবা দিতে এবং প্রশাসনিক সুবিধার কথা মাথায় রেখে গজলডোবা থেকে আমবাড়িতে ভোরের আলো থানাকে স্থানান্তরিত করা হল।এছাড়া আমবাড়ি পুলিশ ফাঁড়িকে গজোলডোবার মিলনপল্লীতে গজলডোবা পুলিশ ফাঁড়ি নামে রূপান্তরিত করা হল।এই এলাকায় জনবসতি বেশি থাকার ফলে এখানকার মানুষদের প্রায় ১৬ কিলোমিটার রাস্তা পেরিয়ে ভোরের আলো থানায় যেতে হত।সাধারণ মানুষের সুবিধার্থে থানাটি স্থানান্তর করা হলো।
আমবাড়ি পুলিশ ফাঁড়িকে ভোরের আলো থানায় রুপান্তরিত করায় খুশি স্থানীয় বাসিন্দারা।