রাজগঞ্জ, ১৪ আগষ্টঃ নাবালিকার বিয়ে রুখে দিলো প্রশাসন। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি বাজার এলাকার ঘটনা।
জানা গিয়েছে, আমবাড়ির এক ১৪ বছরের নাবালিকার সঙ্গে বিহারের এক নাবালকের বিয়ে ঠিক হয়। আজ ছিল তাদের বিয়ের অনুষ্ঠান। এদিকে এদিন সেই খবর গিয়ে পৌছায় গ্রামপঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে। এরপরই বিয়ে বাড়িতে হাজির হন রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ, স্থানীয় পঞ্চায়েত সদস্যা শুক্লা রায় ও গ্রামপঞ্চায়েতের আধিকারিকেরা। তাদেরকে দেখে হকচকিয়ে যান বাড়ির লোকজন।
গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ মেয়ের পরিবারের লোকেদের জানান, বিয়ের নির্দিষ্ট বয়সের অনেক আগে মেয়ের বিয়ে ঠিক করেছেন তাই এই বিয়ে বন্ধ করতে হবে। আইনত নাবালক বা নাবালিকার বিয়ে দেওয়া যায় না, সেব্যাপারে সমিজুদ্দিন বাবু ওই পরিবারকে বোঝানোর চেষ্টা করেন। প্রথমে কনে পক্ষ নিষেধ মানতে চাইছিলেন না। তবে পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়ায় অবশেষে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন।
মেয়েটির পরিবারের দাবি, নাবালিকার বিয়ে দেওয়া যে আইনত অপরাধ তা তাদের জানা ছিল না। এছাড়া তাদের সম্প্রদায়ের রীতি অনুযায়ী বিয়ের আগে একটি বিশেষ অনুষ্ঠান করা হয়।সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।মেয়ে সাবালিকা হলেই বিয়ে দেওয়া হবে।
এবিষয়ে বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমেদ জানান, আমবাড়ি এলাকার এক ১৪ বছর বয়সী এক নাবালিকা মেয়ের সাথে বিহারের আরেক নাবালকের ছেড়ে বিয়ের কথা হচ্ছে বলে জানতে পারি। আজ আমরা অঞ্চলের প্রতিনিধিদের নিয়ে সেই বাড়িতে গিয়ে পরিবারের লোকদের বুঝিয়ে এই বিয়েটি বন্ধ করে দেওয়া হলো। গ্রামপঞ্চায়েতের পক্ষ থেকে এই এলাকায় বাল্যবিবাহ বিষয়ে সচেতনতামূলক প্রচার করা হবে বলে জানান তিনি।