শিলিগুড়ি, ১৩ এপ্রিলঃ শিলিগুড়ির অদূরে আমবাড়িতে একাধিক শকুনের মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করতোয়া নদীর ধারে শকুনগুলিকে দেখতে পায় স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, এদিন নদীর পাড়ে, বাঁশ বাগান, জমি ও বালুর চরে একের পর এক শকুন মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। তারা জানান, নদীর পাড়ে কিছুদিন আগে একটি মৃত শুয়োর পড়ে থাকতে দেখা যায়। আর ওই শুয়োরের মাংস খেতে এসেছিল শকুনের দল।
ঘটনার খবর দেওয়া হয় বন দপ্তরকে। বেলাকোবা থেকে রেঞ্জার সঞ্জয় দত্ত সহ বনকর্মীরা এসে মৃত শকুনগুলিকে উদ্ধার করে। বনবিভাগের অনুমান সম্ভবত শুয়োরের মাংস খেয়েই মৃত্যু হয়েছে শকুনগুলোর। বিলুপ্তপ্রায় ১৩টি শকুনের মৃত্যুতে উদ্বিগ্ন পাখিপ্রেমী সংগঠনের কর্মকর্তারা।