ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রচারে বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি

শিলিগুড়ি, ২২ মার্চঃ ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগর এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার করলেন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি।


জানা গিয়েছে, সংগঠনের কাজের সুবিধার্থে এদিন অম্বিকানগর এলাকায় একটি  দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন শিখা চ্যাটার্জি।এরপর দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রচারে বেরিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *