নকশালবাড়ি, ৮ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তিনজনের।দুর্ঘটনা রুখতে এবারে অ্যাম্বুলেন্স চালকদের সচেতনতা বৃদ্ধি করলো দার্জিলিং জেলা ট্রাফিক পুলিশ।
বুধবার নকশালবাড়ি হাসপাতালে সমস্ত অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়।পাশাপাশি চালকদের বিভিন্ন বিষয়ে সর্তক করা হয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা ট্রাফিক ডিএসপি অরিন্দম অধিকারী, নকশালবাড়ি থানার ওসি মানস দাস, ট্রাফিক ওসি নিরেন থাপা সহ অন্যান্যরা।
এই বিষয়ে ট্রাফিক ডিএসপি জানান, অ্যাম্বুলেন্স চালকদের সাবধানে গাড়ি চালানো সহ গাড়ির স্বাস্থ্য পরিস্থিতির ওপর নজর দেওয়ার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সমস্ত ধরনের অসুবিধেয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার আবেদন করেন তিনি।