আমফানে বিপর্যস্ত বাংলার বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন আকাশপথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রাজ্যপাল জগদীপ ধনকরকে নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।
এরপর বসিরহাটে একটি প্রশাসনিক বৈঠক করেন প্রধানমন্ত্রী বৈঠকে রাজ্যকে ১০০০ কোটি টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে।পাশাপাশি, ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে একটি কেন্দ্রীয় পর্যবেক্ষক দলও রাজ্যে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রায় ১ ঘণ্টা ধরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ওড়িশার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১৭৩৭ সালের পর এমন দুর্যোগ আর হয়নি।আমফানের তাণ্ডবে রাজ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে কলকাতায় ১৯ জন এবং বিভিন্ন জেলায় ৬১ জন মারা গিয়েছেন।এছাড়া, কলকাতা, দুই ২৪ পরগনা-সহ রাজ্যের অন্তত ১৩টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।এর মধ্যে সাত-আটটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।এবং আরও চার-পাঁচটি জেলা বিপর্যস্ত।