শিলিগুড়ি, ২৪ মেঃ আমফানে বিধ্বস্ত দক্ষিণবঙ্গ।পরিস্থিতি স্বাভাবিক করতে উত্তরবঙ্গ থেকে পাঠানো হল বনবিভাগের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত দল।
জানা গিয়েছে, এই দলটিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে।প্রতিটি দলে ৬ জন করে মোট ২৫ জন বনকর্মী রয়েছেন।তারা প্রত্যেকেই দুর্যোগ মোকাবিলায় দক্ষ।রবিবার সকালে এই দল দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশন থেকে রওনা হয় কলকাতার উদ্দেশ্যে।
দার্জিলিং ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন জয়ন্ত মন্ডল জানান, আমফানে লন্ডভন্ড কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলি।বিভিন্ন রাস্তায় পড়ে রয়েছে গাছ।পরিস্থিতিকে সামাল দিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ২৫ জনের বিশেষ দল পাঠানো হল কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে।এদিন দার্জিলিং ডিভিশন, কার্শিয়াং ডিভিশন ও বৈকন্ঠপুর ডিভিশন থেকে বনকর্মীরা কলকাতা যাচ্ছেন।