আমফান ঘুর্ণিঝড়ে বিধ্বস্ত বাংলা। বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন, জলহীন। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ। এই পরিস্থিতিতে শ্রমিক স্পেশাল ট্রেন রাজ্যে না পাঠানোর অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রককে চিঠি দিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। আগামী ২৬ মে অবধি শ্রমিক স্পেশাল ট্রেন না পাঠানোর অনুরোধ জানান তিনি।
প্রসঙ্গত, ঘুর্ণিঝড় আমফানে রাজ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে। তছনছ হয়েছে বহু বাড়ি। শুক্রবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বিভিন্ন এলাকায় উদ্ধার কাজ শুরু করা হয়েছে। এই কারণে রাজ্যের তরফে শ্রমিক স্পেশাল ট্রেন না পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
এদিকে বেশকিছুদিন ধরে শ্রমিক ট্রেনে ঘরে ফিরছেন ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। পরিযায়ী শ্রমিকদের করোনা উপসর্গ থাকার খবরও মিলছে বিভিন্ন জেলা থেকে।