অমিল কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ, ক্ষোভ বাসিন্দাদের

শিলিগুড়ি, ২৪ মেঃ মিলছে না কোভ্যাক্সিন দ্বিতীয় ডোজ।ভোর থেকে লাইনে দাড়িয়েও টিকা না পেয়ে ফিরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে।বাধ্য হয়ে বিক্ষোভ টিকা নিতে আসা বাসিন্দাদের।


শিলিগুড়ির প্রধাননগর, চম্পাসারি এলাকার কিছু বাসিন্দা গত মাসের প্রথমদিকে শ্রীগুরু বিদ্যামন্দিরের মাঠে পৌর প্রাথমিক স্বাস্থকেন্দ্র-৭ এ গিয়ে কোভ্যাক্সিন টিকা নিয়েছিলেন।কিন্তু অভিযোগ, দ্বিতীয় ডোজ নেওয়ার সময় হয়ে গেলেও তাঁরা তা পাচ্ছেন না।ভোর ৪ টা থেকেও লাইনে দাড়িয়ে পড়ছেন।তারপর স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা জানাচ্ছেন কোভ্যাক্সিন না থাকায় সেই টিকা দেওয়া যাচ্ছে না।

সোমবারও সকাল থেকে প্রচুর মানুষ টিকা নিতে লাইনে দাড়িয়েছিলেন।কেউ বাবা-মায়ের টিকা হবে কিনা তা জানার জন্য এসেছিলেন। এদিন টিকা না থাকার কথা জানানো হয় তাদের।এরপরই ক্ষোভ দেখাতে থাকেন লাইনে দাড়িয়ে থাকা বাসিন্দারা। তাদের অভিযোগ, দ্বিতীয় ডোজের সময়সীমা পার হয়ে যাচ্ছে।কবে তা দেওয়া হবে তার সুস্পষ্ট উত্তর কারোর কাছে নেই।ফলে সময় পার হয়ে গেলে প্রথম টিকার কার্যকারিতা শেষ হয়ে যাবে বলে আশঙ্কা।


এদিন গীতা রায় নামে প্রধাননগরের বাসিন্দা এক মহিলা বলেন, গত ১২ এপ্রিল কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছিলাম।কিন্তু দ্বিতীয় ডোজের জন্য বেশকয়েকদিন ধরে ঘুরে যাচ্ছি।কবে তা দেওয়া হবে জানানো হচ্ছেনা। ভোর থেকে লাইনে দাড়িয়ে আছি।জানিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের টিকার দ্বিতীয় ডোজ এখন দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *