শিলিগুড়ি, ১২ এপ্রিলঃ শিলিগুড়িতে বিশাল রোড শো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।এদিন শিলিগুড়ির হাসমি চক থেকে এই রোড শো শুরু হয় যা গিয়ে শেষ হয় এয়ারভিউ মোড়ে।
এদিনের এই বিশাল রোড শোয়ে কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।পাশাপাশি বিজেপির রথেই অমিত শাহ প্রার্থীদের হয়ে প্রচার সারেন।সেই রথে অমিত শাহের পাশাপাশি দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ত, শিলিগুড়ি বিধানসভার প্রার্থী শঙ্কর ঘোষ, ডাবগ্রাম-ফুলবাড়ির প্রার্থী শিখা চ্যাটার্জি, মাটিগাড়া নকশালবাড়ির প্রার্থী আনন্দময় বর্মন উপস্থিত ছিলেন।তাদেরকে সঙ্গে নিয়ে এদিন রোড শো করেন অমিত শাহ।রোড শো শেষে সেখান থেকে কার্শিয়াং এর উদ্দেশ্যে রওনা দেন তিনি।
এদিনের রোড শো শেষে এয়ারভিউ মোড়ে কয়েক মিনিটের বক্তব্যও রাখেন অমিত শাহ।সেখান থেকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন।আগামী ২ মে ধুমধামের সঙ্গে মমতা ব্যানার্জির সরকারকে বিদায়ের কথা বলেন অমিত শাহ।পাশাপাশি বিভিন্নভাবে দুর্নীতির অভিযোগ তোলেন তৃণমূল সরকারের ওপর।সেকারনেই এবার মানুষের কাছে বিজেপির জন্য ভোট চান।এতবছরে বামেরা ও তৃণমূল রাজ্যের কোনো উন্নতি করেনি বলেই অভিযোগ তোলেন।তার প্রেক্ষিতে বলেন, এবার বিজেপিকে সুযোগ দিন।বিজেপি সরকার আসলে উত্তরবঙ্গে যেমন এইমস হবে পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার এবং শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণ হবে আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে বলেই জানান তিনি।