শিলিগুড়ি, ১৪ মার্চঃ ১৫ মার্চ আনন্দধারা সঙ্গীত অ্যাকাডেমির তরফে আয়োজিত হচ্ছে প্রাক দোল উৎসব।সোমবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন আনন্দধারা সঙ্গীত অ্যাকাডেমির সদস্যরা।
এদিন আনন্দধারা সঙ্গীত অ্যাকাডেমির কর্ণধার অনিন্দিতা চ্যাটার্জী বলেন, আনন্দধারা সঙ্গীত অ্যাকাডেমির প্রাক দোল এবারে চতুর্থ বর্ষে পদার্পণ করছে।অনুষ্ঠানের থিম কচিকাঁচাদের জন্য।এই প্রাক দলের মূল উদ্দেশ্য হল বর্তমান সময়ে ডিজিটাল জগতে ও মুঠোফোনে মধ্যে আবদ্ধ কচিকাঁচারা।সেই জগতে থেকে সাংস্কৃতিক জগতে ফিরিয়ে আনা।আগামীকাল দুপুর আড়াইটে নাগাদ অনুষ্ঠান শুরু হবে।পাশাপশি সন্ধ্যায় কচিকাঁচাদের নিয়ে একটি পদযাত্রা করা হবে।