শিলিগুড়ি,৩১ মেঃ বাবা মারা গিয়েছিলেন আগেই।করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মায়েরও।বাবা-মাকে হারিয়ে অনাথ শিলিগুড়ির মধ্য শান্তিনগরের বাসিন্দা নন্দিতা এবং রানি ও রনি।
গত দুবছর আগে নন্দিতার বাবা নন্দ দুলাল রায়ের মৃত্যু হয়।তারপর থেকে একটি বেসরকারি সংস্থায় কাজ করে সংসার চালাচ্ছিলেন নন্দিতার মা রীতা রায়।গত ৪ মে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় রীতা দেবীর।এরপরেই অসহায় হয়ে পড়ে তিন ভাই বোন।বিষয়টি জানতে পেরে এদিন তাদের সঙ্গে দেখা করেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
গৌতম দেব বলেন, প্রতি মাসে চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে ২ হাজার ও ব্যক্তিগতভাবে ১হাজার টাকা করে তুলে দেওয়া হবে এই পরিবারের হাতে। আজকে ৫ হাজার টাকা ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
akjoner protimase ontoto 3 hazar taka kharoch hoy, sekhaner 3 jon ki kore cholbe? tar cheye valo sobar jon k kothao valo 1ta kajer sujog kore din. tar pasa pasi apanar takao den. 3 joner songsar + study impossible. ate tader protidin jokher jol chara r kichui hobe na.
sobar modde boro 1 jon k kothao private job kore din… it will be God bless for them