নকশালবাড়ি, ১৩ জুলাইঃ নকশালবাড়ির এক পরিবারের ৩ অনাথ শিশুকে সহায়তার হাত বাড়ালেন প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি শঙ্কর মালাকার।
জানা গিয়েছে, করোনা অতমারিতে খাদ্য সংকটে ভুগছিল ওই অনাথ শিশুরা।এই খবর পেয়েই তাদের সাহায্যে এগিয়ে আসেন শঙ্কর মালাকার।এদিন বিভিন্ন খাদ্যসামগ্রী শিশুদের হাতে তুলে দেন।আগামীতেও তাদের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি।