কোচবিহার, ১১ এপ্রিলঃ মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, সোমবার গভীর রাতে বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা।ছুটে আসেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সঞ্জয় বিশ্বাস ও স্থানীয়রা।এরপরই দেখতে পান বোমার সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং একটি তাজা বোমাও পড়ে রয়েছে।এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে রাতেই মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায়।
পচাগড় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সঞ্জয় বিশ্বাস বলেন, রাতে ঘুমানোর কিছুক্ষণ পরেই বিকট আওয়াজ হলে ঘর থেকে বেরিয়ে দেখি চারপাশ ধোঁয়ায় ঢেকে গেছে।এরপর বোমার সরঞ্জাম ও একটি তাজা বোমাও পড়ে থাকতে দেখি।সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে।বিরোধীদের জনসমর্থন নেই তাই বোমাবাজির রাজনীতি করতে চাইছে বলে দাবি করেন তিনি।এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান।
এই ঘটনায় বিরোধীদের নাম এলেও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির ৪ নং মন্ডল সভাপতি শেখর রায়।তিনি বলেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা।বিজেপির কেউ এই ঘটনায় সঙ্গে জড়িত নেয়।বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।