আন্দোলনের নামে বিশৃঙ্খলা করছে বামেরা, অভিযোগ রঞ্জনের-পাল্টা সরব অশোক

শিলিগুড়ি,১৩ ফেব্রুয়ারিঃ বুধবার উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই। তিনবাত্তি মোড়ে সেই মিছিল আটকে দেয় পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান চালায় পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে জানান পুলিশ কমিশনার।
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে জেলা তৃণমূল সভাপতি তথা পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন, উত্তরকন্যা অভিযানের নামে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পরিকল্পিত ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বামেরা। এমন আন্দোলনকে সমর্থন করে না তৃণমূল। অবিলম্বে এমন বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে মানুষকে সরব হওয়ার দাবি জানান রঞ্জন সরকার। পাশাপাশি আরও জানান, পুরনিগমে তৃণমূল ক্ষমতায় আসলে জলকর নেওয়া হবেনা। ট্রেড লাইসেন্স প্রক্রিয়া সহজ করা হবে। পাল্টা মেয়র অশোক ভট্টাচার্য বলেন, আমরা মিছিল করবো। ক্ষমতা থাকলে আটকে দেখাক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş