আলোচনায় বসেও মিলল না সুরাহা, আন্দোলনের পথেই হাটবেন সাফাইকর্মীরা

শিলিগুড়ি,১৮ ফেব্রুয়ারিঃ পুরনিগমের কমিশনারের সাথে বৈঠকে বসেও মিলল না সুরাহা, বিক্ষোভের পথেই হাটবেন সাফাইকর্মীরা।


প্রসঙ্গত, সাফাইকর্মীদের একাধিক দাবি পূরন না হওয়ায় বুধবার থেকেই কর্মবিরতি রেখেছেন পুরনিগমের সাফাইকর্মীরা।বৃহস্পতিবার পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়ার সাথে বৈঠকে বসেন উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির সদস্যরা। সমিতির সভাপতি কিরন রাউথ জানান, তাদের প্রধান দাবি ছিল বেতনবৃদ্ধি করে ১৮ হাজার টাকা করা হোক। তবে পুরনিগমের কথা মাথায় রেখে তারা এখন তাদের ২০ শতাংশ বেতনবৃদ্ধির দাবি রাখছেন।তবে এতেও নারাজ পুরনিগম। 

পুরনিগমের তরফে জানানো হয়েছে, চলতি বছরের মার্চ মাস থেকে তাদের ১০ শতাংশ বেতনবৃদ্ধি করা হবে।যদিও পুরনিগমের এই সিদ্ধান্তে অসম্মতি জানিয়ে বিক্ষোভ জারি রাখবেন বলেই জানান সাফাইকর্মীরা।


অন্যদিকে এই বিষয়ে পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য জানান, সাফাইকর্মীদের দাবি-দাওয়া থাকতেই পারে তবে করোনা পরিস্থিতিতে সাফাই কাজ বন্ধ রাখা নিন্দাজনক।২০ শতাংশ বেতনবৃদ্ধি কোনোভাবেই সম্ভব নয়। মার্চ মাস থেকে ১০ শতাংশ বেতনবৃদ্ধি করার কথা রয়েছে।তবে পুরনিগমে নতুন বোর্ড এলে তখন সেই বোর্ডের কাছে এই দাবিগুলো তুলে ধরা হবে।তবে জরুরী পরিষেবা এইভাবে বন্ধ রেখে তারা সাধারন মানুষের অসুবিধা করছেন।যত্রতত্র নোংরা আবর্জনা ফেলে রাস্তাঘাট নোংরা করছেন।তাদের এই আচরন কখনই বাঞ্ছনীয় নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *