রাজগঞ্জ, ৮ আগস্টঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা। উড়ে গিয়েছে ঘরের চাল। নেই বসার জায়গা।তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসে না শিশুরা।রাজগঞ্জের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিষয়ে উদাসীন কর্তৃপক্ষ, অভিযোগ তুললেন বাসিন্দারা।
জানা গিয়েছে, কয়েক বছর থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি I একারণেই ছোট ছোট শিশুরা আইসিডিএস কেন্দ্রে পড়াশোনা করতে আসতে পারছে না I কার্যত গাছের নীচে চলছে কেন্দ্রটিl ভগ্না অবস্থায় থাকার কারণে কিছু যুবক এসে সেখানে মদের আসর বসাচ্ছে বলে অভিযোগ।এই নিয়ে কর্তৃপক্ষেরও কোন হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের।
অন্যদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা সুনিতা রায় বলেন, দীর্ঘদিন ধরেই এই সমস্যার মধ্যে রয়েছি। বসার জায়গা না থাকায় শিশুরা পড়তেও আসে না। ছোট ছোট শিশু এবং গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্য প্রদান করতে হয়। তাই নিরুপায় হয়ে বাড়ি থেকে পুষ্টিকর খাদ্য রান্না করে নিয়ে আসতে হয়। পরিবারের সদস্যরা এসে প্রাপ্য জিনিস নিয়ে যায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থার কথা দপ্তরে জানিয়েছি।তারপরেও কোনরকম কাজ হয়নি।
যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের বক্তব্য পাওয়া যায়নি।