শিলিগুড়ি,৮ ডিসেম্বরঃ দিল্লীর নির্ভয়া থেকে বাংলার অভয়া।প্রতিনিয়ত বেড়েই চলেছে নারী নির্যাতনের মতো ঘটনা।এরই প্রতিবাদে এবং মহিলাদের মর্যাদা রক্ষার দাবিতে অঙ্গীকার যাত্রার ডাক ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ নামক সংগঠনের।
আগামীকাল দুপুর ১২ টার দিকে শিলিগুড়ির জংশন থেকে একটি র্যালি করা হবে।সেখানে উপস্থিত থাকবেন বাংলার অভয়ার বাবা-মা।র্যালিটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বাঘাযতিন পার্কে গিয়ে শেষ হবে।সেখানে উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখবেন অভয়ার বাবা-মা।
জানা গিয়েছে, শিলিগুড়ি ছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ার,কালিম্পং সহ অন্যান্য জেলার বিশিষ্ট ব্যক্তিরা এই অঙ্গীকার যাত্রায় অংশগ্রহণ করবেন।৯ ডিসেম্বর থেকে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এই যাত্রা।কলকাতার কলেজ স্ট্রীটে পৌঁছে শেষ হবে এই যাত্রা।
