শিলিগুড়ি আনন্দময়ী কালীবাড়ি সমিতির তরফে বস্ত্র বিতরণ

শিলিগুড়ি, ২৬ জানুয়ারিঃ কিরণচন্দ্র টি এস্টেট, মেরিভিউ সহ সহ মোট ২০টি চা বাগানের মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দিল শিলিগুড়ি আনন্দময়ী কালীবাড়ি সমিতি।


প্রত্যকবারের ন্যায় এবারও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাগডোগরার কিরনচন্দ্র টি এস্টেটে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮০০ মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়।নতুন শাড়ি পেয়ে খুশি হন সকলে।

শিলিগুড়ি আনন্দময়ী কালীবাড়ি সমিতির সম্পাদক ভাস্কর বিশ্বাস জানান, উত্তরবঙ্গের মোট ২০টি চা বাগানের মায়েদের একত্রিত করে তাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *