খড়িবাড়ি, ২০ ফেব্রুয়ারিঃ খড়িবাড়ি ব্লকের চক্করমারিতে বিজেপির কিষাণ মোর্চা রানীগঞ্জ বিন্নাবাড়ি মন্ডলের তরফে একটি কর্মসূচির আয়োজন করা হল।এদিনের কর্মসূচির মধ্য দিয়ে ১০০টি পরিবার বিজেপিতে যোগদান করে।
বিজেপির এসটি মোর্চার জেলা সভাপতি মাণিক মুর্ম বলেন, ‘বিজেপিতে প্রচুর সংখ্যক মানুষ যোগদান করছেন।বাংলায় এবার বিজেপি সরকার গড়বে’।
অন্যদিকে রানীগঞ্জ বিন্নাবাড়ি মন্ডলের সম্পাদক নিরেন চন্দ্র বর্মন বলেন, চক্করমারি ৪৬ নম্বর বুথে একটি কর্মসূচির মধ্য দিয়ে ১০০টি পরিবার অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যোগ দেয়।সকলের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়।
এদিনের কর্মসূচিতে ন্যাশনাল কাউন্সিলের মেম্বার গণেশ দেবনাথ, এসটি মোর্চার জেলা সভাপতি মানিক মূর্ম, জেলা সহ সম্পাদক রাজকুমার কিন্ডো, কিষাণ মোর্চার জেলা সহ সম্পাদক মানিক সিং, রানীগঞ্জ বিন্নাবাড়ি মন্ডলের সম্পাদক নিরেন চন্দ্র বর্মন, ওবিসি মোর্চা মন্ডলের সভাপতি অনিল রায়, সঞ্জয় মন্ডল, দূর্গা মুর্ম, বীরেন সিকদার, যুবরাজ ছেত্রী সহ অন্যান্যরা।