শিলিগুড়ি, ১২ অক্টোবরঃ আর পাঁচটা পুজোর থেকে কিছুটা অন্যভাবেই এবার পুজোর সূচনা করল শিলিগুড়ির দেশবন্ধু স্পোর্টিং ক্লাব।ষষ্ঠীর রাতে পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন সার্কাসের জোকার ও দেশের প্রথম রূপান্তরকামী বিচারক জয়িতা মন্ডল।
সাকার্সে জোকারের ভূমিকায় অনেককে দেখা যায়।কিন্তু বাস্তব জীবনের এই জোকারদের অবস্থা মোটেই ভালো নেই।করোনার জেরে বন্ধ হয়েছে সার্কাস।ফলে আর্থিক অনটনে ভুগতে হচ্ছে সার্কাসের সঙ্গে যুক্ত থাকা প্রচুর মানুষকে।যেকারণে তাঁদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশবন্ধু স্পোর্টিং ক্লাব।জোকারদের হাতে একমাসের খাদ্য সামগ্রী সহ কিছু আর্থিক সহযোগিতা করা হয়।
উত্তর দিনাজপুরের বাসিন্দা আনাসার আলি।সাকার্সে জোকার সাজতেন।তাঁকে সাহায্য করা হয় ক্লাবের তরফে।তিনি বলেন, সরকারী সাহায্য পাওয়া গেলে ভালো হত।
অন্যদিকে রূপান্তরকামীদের কাছে দৃষ্টান্ত হিসেবে থাকা জয়িতা মণ্ডলও উপস্থিত ছিলেন পুজোর উদ্বোধনে।