রাজগঞ্জ, ৭ ফেব্রুয়ারিঃ ৩৯ তম জলপাইগুড়ি জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হল বেলাকোবায়।রাজগঞ্জ ব্লকের বেলাকোবা হাইস্কুলের মাঠে দুদিন ব্যপী এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।এদিন জাতীয় পতকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করা হয়।
জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার নাগরাকাটা,মালবাজার, ময়নাগুড়ি,ধূপগুড়ি,জলপাইগুড়ি সদর,রাজগঞ্জ সহ ১৯টি সার্কেলের খেলা অনুষ্ঠিত হচ্ছে।যেখানে প্রাথমিক ও নীম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রী সহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অংশগ্রহণ করেছে।এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ৩৪ টি ইভেন্ট রাখা হয়েছে।
এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, এডিএম অশ্বিনী কুমার রায়,ডিপিএসসির চেয়ারম্যান লক্ষমোহন রায় সহ সাব সার্কেলের শিক্ষক শিক্ষিকারা।