শিলিগুড়ি, ১৪ অক্টোম্বরঃ ‘টক টু মেয়রে’ ফোন করলেন এক বাসিন্দা।এরপরই মেয়রকে অনৈতিক কাজের অনুমতি দেওয়ার জন্য জানালেন অভিনন্দন।পাল্টা অভিযোগকারীকে অভিনন্দন জানালেন মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে, শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ডে এক গরীব মানুষকে ১ কাঠা জায়গার উপর বাড়ি তৈরির নির্দেশ দিয়েছেন মেয়র।এই কাজে বাঁধা আনছেন সেখানকার এক প্রতিবেশী।অনৈতিকভাবে এই কাজ করেছেন মেয়র এমনই অভিযোগ আনেন ওই বাসিন্দা।এরপর আজ টক টু মেয়রে ফোন করে মেয়রের এই কাজের জন্য অভিনন্দন জানান অভিযোগকারী।
তবে এর জবাবে মেয়র পাল্টা অভিযোগকারীকে অভিনন্দন জানান।তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে গরীব মানুষের স্বার্থে আমরা কাজ করি। ৩৯ নম্বর ওয়ার্ডে গরীব মানুষের স্বার্থে ১ কাঠা জায়গার উপর একজনকে বাড়ি বানানোর অনুমতি দেওয়া হয়েছে।তবে বহুতল নয়,ছোট্ট একটি বাড়ি করার।যতই বাধা আসুক এই কাজ তিনি করাবেন বলে পরিষ্কার জানিয়ে দেন।