মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অনশন প্রত্যাহার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনশনরত জুনিয়র চিকিৎসকের

শিলিগুড়ি, ২২ অক্টোবরঃ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সোমবার রাতেই কলকাতার জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি অনশন প্রত্যাহার করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনশনরত জুনিয়র চিকিৎসক সন্দীপ মন্ডল।অভয়ার মা-বাবার অনুরোধেই অনশন প্রত্যাহার বলে দাবী অনশনকারীদের।


সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই কলকাতার ধর্মতলার মঞ্চ থেকে অনশন প্রত্যাহারের ঘোষণা করেন জুনিয়র চিকিৎসকেরা।সেইমত গতকাল রাতেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনশনরত ইএনটি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সন্দীপ মন্ডলও অনশন প্রত্যাহার করেন।এদিন তাকে শরবত খাইয়ে দেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা।পরবর্তীতে সন্দীপ মন্ডলকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়।

এই বিষয়ে অনশনকারী জুনিয়র চিকিৎসক সন্দীপ  মন্ডল জানান, আন্দোলনের পুরোপুরিভাবে জয় হয়নি।অভয়ার মা বাবার অনুরোধেই অনশন তুলে নেওয়া হল।এদিন বিভিন্ন বিষয়ে সরকারকে একহাত নেন তিনি।


এই বিষয়ে হিরন্ময় রায় জানান, বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনের রূপরেখা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল।আমরা চাই মানুষের পাশে দাঁড়াতে।আমাদের কিছু দাবী এখনও পূরণ হয়নি।এই নিয়ে আমাদের আন্দোলন চলবে।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা বলেন, যারা অনশন করেছে তারা সকলেই আমার ছেলে মেয়ের মত।অনশন তারা প্রত্যাহার করলো এতে আমি খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *