দার্জিলিং, ৩০ মেঃ জিটিএ নির্বাচনের বিরোধিতা করে অনশনে বসেন গোর্খা জনমুক্তি মর্চা প্রধান বিমল গুরুং। রবিবার দার্জিলিং এ বিমল গুরুং এর সাথে দেখা করতে অনশন মঞ্চে যান দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত সহ বিজেপি বিধায়কেরা।
প্রায় ১০৩ ঘন্টা অনশন করার পর শারীরিক সমস্যা দেখা দেয় বিমল গুরুং এর।গতকাল অনশন মঞ্চ থেকে তাকে দার্জিলিং হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালেও তার সাথে দেখা করতে দার্জিলিং হাসপাতালে যান সাংসদ রাজু বিস্ত।পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য দার্জিলিং এর বাইরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
হাসপাতালে বিমল গুরুং এর সাথে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজু বিস্ত বলেন, ‘এটা নেহাতি অরাজনৈতিক সাক্ষাৎকার, বিজেপির সাথে কোনও জোট হয়নি গোর্খা জনমুক্তি মর্চার। এর সাথে জিটিএ নির্বাচনের কোনও যোগ নেই, এই নির্বাচনে লড়ছে না বিজেপি’। তিনি আরও বলেন, ‘যে গোর্খা, যার ভাবনা এক, যার বিচারধারা এক তার সাথে একটা মিল অবশ্যই রয়েছে, দলগতভাবে না হলেও ব্যক্তিগতভাবে মিল রয়েছে’।