ইউক্রেনে আটকে শিলিগুড়ির আরও এক পড়ুয়া, উদ্বিগ্ন পরিবার  

শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ ইউক্রেনে রাশিয়ার হামলা, বন্ধ হয়েছে সমস্ত বিমান পরিষেবা।ভারতের কিছু পড়ুয়া দেশে ফিরলেও এখনও আটকে রয়েছে বহু পড়ুয়া।তাদের মধ্যে রয়েছে শিলিগুড়ির পড়ুয়ারাও।


গত বৃহস্পতিবার  শিলিগুড়ির ৩ পড়ুয়া দেশে ফিরলেও এখনও আটকে শিলিগুড়ির ২ পড়ুয়া।প্রীতম মালাকারের পর ইউক্রেনে আটকে রয়েছে শিলিগুড়ির আরও এক পড়ুয়ার খবর পাওয়া গিয়েছে।

বর্তমানে ইউক্রেনে আটকে রয়েছে শিলিগুড়ির ৩৮  নম্বর ওয়ার্ডের বিশাল সাহা।ইউক্রেনের খারকিভ (Kharkiv) শহরে এমবিবিএস পড়ছে বিশাল।খারকিভেও রুশ সেনার হামলার পর চিন্তায় রয়েছে পরিবার।ঠিকমতো মোবাইল নেটওয়ার্ক না থাকার ফলে বিশালের সঙ্গে সবসময় যোগাযোগ করতে পারছে না তার পরিবার।


এই পরিস্থিতিতে বিশালকে নিরাপদ জায়গায় নিয়ে  যাওয়া হোক  সরকারের কাছে এমনটাই আবেদন পরিবারের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *