১২ ফেব্রুয়ারী থেকে আংশিকভাবে খুলছে স্কুল, স্কুলজুড়ে থাকবে করোনা সচেতনাবার্তা

শিলিগুড়ি,১১ ফেব্রুয়ারিঃ সরকারি নির্দেশিকা মেনে ১২ ফেব্রুয়ারী থেকে আংশিকভাবে চালু হতে চলেছে রাজ্যের স্কুলগুলি।নবম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য খুলতে চলেছে স্কুল।


২০২০ সালের মার্চ মাস থেকে করোনা আবহের কারনে বন্ধ হয়ে যায় রাজ্যের স্কুল-কলেজগুলি।এরপর দফায় দফায় বিভিন্ন পরিষেবা চালু হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হয়েছিল।এবারে কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী আংশিকভাবে খুলতে চলেছে দেশের স্কুলগুলি।এক্ষেত্রে একদিকে যেমন সরকারি সমস্ত নির্দেশিকা মানতে হবে পাশাপাশি স্কুল থেকে যাতে সংক্রমণ না ছড়ায় সেইদিকে স্কুল কর্তৃপক্ষকেও কড়া নজরদারি চালাতে হবে।

শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচী জানান,ইতিমধ্যেই স্কুল ও ক্লাসরুমগুলিকে স্যানিটাইজড করা হয়েছে।নির্দিষ্ট দিনে কিছু সংখ্যক ছাত্রীদের নিয়ে ক্লাস করা হবে।একসাথে সকলকে স্কুলে ডাকা হবে না।এছাড়াও ক্লাসে একটি বেঞ্চে দুজন এবং তার পরের বেঞ্চে একজন করে ছাত্রী বসবে।এভাবে একটি ক্লাসে ২৭ জন করে ছাত্রী থাকবেন।স্কুলজুড়ে থাকবে ফ্লেক্স, যেখানে থাকবে করোনা সচেতনবার্তা।অভিভাবকদের সঙ্গেও ইতিমধ্যেই কথা হয়ে গিয়েছে, স্কুলে টিফিন জল ভাগ করে খেতে পারবে না ছাত্রীরা।


তিনি আরও জানান, অনেকদিন পর স্কুলে ছাত্রীরা আসায় একদিকে যেমন স্কুল আবার প্রাণ ফিরে পাবে তেমনই অনেক বেশি সতর্ক থাকতে হবে সকলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *