শিলিগুড়ি, ১৯ মার্চঃ শিলিগুড়িতে অনুষ্ঠিত হল অ্যান্টি লেপ্রসি ক্যাম্পেইন।প্রতিবছর ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস উপলক্ষে ডিপার্টমেন্টাল হেলথ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এর পক্ষ থেকে অনুষ্ঠিত হয়।
সেই উপলক্ষে আজ শিলিগুড়ি পুরনিগম এলাকার স্কুল হেলথ ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে শিলিগুড়ি বেশ কয়েকটি বিদ্যালয়কে নিয়ে অনলাইনে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শিলিগুড়ি পুরনিগম এরিয়ার স্কুল হেলথ মেডিক্যাল অফিসার ডক্টর এস পি দে জানান, প্রতিবছরই তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকেন এই দিনটিতে।এদিন এই প্রতিযোগিতায় শিলিগুড়ির ৪টি হাইস্কুল এবং ৪টি প্রাইমারি স্কুল অংশগ্রহণ করে।