শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বরঃ পুজোয় মহিলাদের সুরক্ষার্থে এবার অ্যান্টি রোমিও স্কোয়াড নামাবে শিলিগুড়ি মেট্রপলিটন পুলিশ। পুজোর সময়ে বিভিন্ন জায়গায় ইভটিজিং এর ঘটনা ঘটে। মহিলাদের দেখলেই কটুক্তি করার অভিযোগ ওঠে অনেকের বিরুদ্ধে।
যেকারণে এবার শহরে মহিলাদের জন্য মোতায়েন থাকবে অ্যান্টি রোমিও স্কোয়াড। মঙ্গলবার পুজো নিয়ে আলোচনায় এসে এমনটাই জানালেন পুলিশ কমিশনার সি সুধাকর।
এদিন বর্ধমান রোডে বিভিন্ন ক্লাব ও পুজো উদ্যোক্তাদের নিয়ে আলোচনায় বসে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।সেখানে পুজোর অনুমতি, ট্র্যাফিক ব্যবস্থা ও সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় এবারে ৬২১ টি দুর্গাপুজো হচ্ছে।অনলাইনে ইতিমধ্যেই পুজোর অনুমতির জন্য আবেদন করা যাচ্ছে।৩ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত মাল্লাগুড়িতে পুলিশ কমিশনারেটে গিয়ে অনুমতির জন্য আবেদন করা যাবে।