রাজগঞ্জ, ২৪ জানুয়ারিঃ ৫৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২১০ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে আন্তঃ প্রাথমিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রাজগঞ্জে।
জানা গিয়েছে, এদিন রাজগঞ্জের সুখানিতে মাহানপাড়া প্রাইমারি স্কুল মাঠে আন্তঃ প্রাথমিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে রাজগঞ্জের চারটি অঞ্চল সুখানি, মাঝিয়ালি, সন্ন্যাসী কাটা এবং ফুলবাড়ি ২ অঞ্চলের ৫৪টি প্রাথমিক স্কুল প্রতিযোগিতায় অংশ নেয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়,রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার,পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।
এই বিষয়ে শিক্ষক অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন, রাজগঞ্জের তৃতীয় মন্ডলের অন্তর্গত চারটি অঞ্চলকে নিয়ে ব্লক ভিত্তিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।এই প্রতিযোগিতায় ৫৪টি স্কুল থেকে প্রায় ২১০ জন পড়ুয়া ৩০ টি ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে।আজ এই প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে তারা জেলাভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।