শহরকে সুস্থ রাখতে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা শঙ্কর ঘোষের

শিলিগুড়ি,২০ মেঃ লকডাউনে দেশের বিভিন্ন জায়গায় আটকে রয়েছে বাংলার মানুষ।সরকারের সহযোগীতায় ফিরিয়ে আনা হচ্ছে তাদের।তবে ফেরার পরে নিজের এলাকাতেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেককেই।


শিলিগুড়িতেও এই একই চিত্র অনেকবার নজরে এসেছে।স্বাস্থ্যপরীক্ষা করে আসার পরেও অনেকসময় তাদের পাড়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না।এই বিষয়ে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসকমন্ডলীর সদস্য শঙ্কর ঘোষ জানান, বাইরে থেকে আসা মানুষদের যাতে কোনো অসুবিধা না হয় বা আইন শৃঙ্খলায় যাতে কোনো বিঘ্ন না ঘটে পুলিশ প্রশাসন সেই বিষয়ে সবসময় সতর্ক রয়েছে।তবে স্থানীয় ক্লাব ও ওয়ার্ড কো-অর্ডিনেটরগুলিকেও তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।পাশাপাশি এইসময় বাইরের শহর বা বাইরের রাজ্য থেকে যারা আসছেন তাদের সকলের কাছে তিনি অনুরোধ করেন যাতে সরকারের সকল নির্দেশিকা ও স্বাস্থ্যবিধি তারা মেনে চলেন।তবে অনেক পরিবারে হোম কোয়ারেন্টাইন এর জন্য পর্যাপ্ত ঘর বা জায়গা নেই সেক্ষেত্রে তিনি সহনাগরিকদের তাদের প্রতি একটু দায়িত্ববান ও যত্নবান হওয়ারও আবেদন জানান।

তিনি আরও জানান,পুরনিগমের তরফেও তাদের জন্য বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে যা ভবিষ্যতে বাস্তবায়িত করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom giriş