শিলিগুড়ি, ৪ ডিসেম্বরঃ অপরাজিতা বিল আইনে প্রণয়নের দাবীতে শিলিগুড়িতে মিছিল করলো দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেস।
শনিবার দুপুরে শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড় থেকে মিছিল শুরু হয়ে হাসমি চক পর্যন্ত যায়।মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা।
এদিন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, গত ৩ সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল পাস করান।তবে চার মাস হয়ে গেলেও রাষ্ট্রপতির স্বাক্ষর না মেলায় এখনও সেই বিল আইনে পরিণত হয়নি।অবিলম্বে নারীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই বিল পাস না করা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান তিনি।