শিলিগুড়ি, ৩০ মার্চঃ বাগডোগরার দুই বাসিন্দাকে অপহরণের অভিযোগে বিহার থেকে দুজনকে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ।দুই অপহরণকারীর নাম শিবশঙ্কর কুমার যাদব এবং আশুতোষ কুমার যাদব।দুজনই বিহারের ফুলপরাসের বাসিন্দা।
জানা গিয়েছে, গত ২৪ মার্চ বাগডোগরার বাসিন্দা বাপ্পি গাড়ি চালক মহম্মদ মুন্নাকে কোনো বিশেষ কাজে বিহারে যেতে বলেন।সেইমতো মহম্মদ মুন্না ৩ জনকে নিয়ে বিহারে যান।বিহারের ফুলপরাস এলাকায় পৌঁছানোর পর বাপ্পির লোকেদের সঙ্গে দেখা করেন তারা।এরপর বাপ্পির লোকেরা তাদের একটি জঙ্গলের রাস্তায় নিয়ে যায়।সেখানে বেশকয়েকজন দুষ্কৃতি তাদেরকে ঘিরে ধরে ও মারধর করে।সেখান থেকে কোনোরকমে পালিয়ে যান মুন্না ও তার আরও এক সঙ্গী।তবে গাড়িতে থাকা একরামূল হক এবং কাজল সিংকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতিরা।এরপর তাদের পরিবারের কাছে ফোন করে ৫ লক্ষ টাকা দাবী করে এবং টাকা না দিলে প্রানে মেরে ফেলার হুমকিও দেয় অপহরণকারীরা।
ঘটনার পরই দুজনের পরিবারের তরফে বাগডোগরা থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে বিহার পুলিশের সাহায্যে নিয়ে বাগডোগরা পুলিশের একটি দল বিহারের ফুলপরাসে পৌঁছায়।ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে এবং একরামূল হক ও কাজল সিংকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আজ দুই অপহরণকারীকে শিলিগুড়ি আদালতে পেশ করে ১০ দিনের পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।