শিলিগুড়ি, ২১ জানুয়ারিঃ অপহৃত তরুণ উদ্ধার।অপহরণের ঘটনায় বৃহস্পতিবার তিনজনকে গ্রেফতার করেছে এনজেপি থানা।ধৃতদের মধ্যে রয়েছে ২ তৃণমূল কর্মীও।
এদিকে অপহৃত তরুণ উদ্ধার হতেই তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবার ভক্তিনগরে তরুণের বাড়িতে যান জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ, তৃণমূল যুব সভাপতি কুন্তল রায়।এদিন তরুণের বাবা, মা, ঠাকুমা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করেন জেলা সভানেত্রী।
প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি ভক্তিনগর এলাকার এক তরুণকে অপহরণ করে রতন পাল, তপন দাস ও রাজা সিং।রতন ও তপন ২৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিল।যদিও এদিন তৃণমূল সভানেত্রী জানান, তাঁরা দলের কোনও পদে ছিলনা।অনেকেই দলের ছত্রছায়ায় থাকতে চায়।আইন আইনের পথে চলবে।