অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ২

শিলিগুড়ি, ২৮ জুলাইঃ অপরাধমূলক কাজে জড়িত থাকার অপরাধে ২ জনকে গ্রেফতার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। 


প্রসঙ্গত, গত ৩০ জুন ডাকাতির আগে ফুলবাড়ি ১ নম্বর এর অন্তর্গত গোড়া মোড় এলাকা থেকে গ্রেফতার হয় ৪ দুষ্কৃতী। তাদের কাছ থেকে উদ্ধার হয় অপরাধমূলক কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।

পরবর্তীতে ঘটনার তদন্তে নামে এনজেপি থানার পুলিশ। ওই ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে মেলে আরও কয়েকজনের নাম। সেইমত সোমবার এনজেপি ও তিনবাত্তি মোড় থেকে গ্রেফতার করা সুশান্ত রায় ও বিভাস দত্ত নামে দুজনকে।
জানা গেছে, সুশান্ত রায় আজিমগঞ্জ ও বিভাস দত্ত শিলিগুড়ির বাসিন্দা। এরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত। ধৃত দুজনকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbet