শিলিগুড়ি,৬ মেঃ এনজেপি ডিজেল কলোনীর বাসিন্দা প্রদীপ শর্মার ছোট্ট সন্তান আরাধ্যা ভুগছে অসুস্থতায়।জন্মের কয়েকমাস পরেই শিশুটির কোমরের নীচে একটি ফোড়া হয়। এরপর ধীরে ধীরে শিশুটির মাথা আকারে বড় হতে থাকে।
লকডাউনের আগে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল আরাধ্যাকে।সেখানকার চিকিৎসক জানিয়েছেন শিশুটির মাথায় ইনফেকশন হয়ে জল জমেছে।চিকিৎসার জন্য এখন প্রয়োজন প্রচুর অর্থের, যা বর্তমান পরিস্থিতিতে পেশায় রাজমিস্ত্রি প্রদীপ বাবুর পক্ষে জোগাড় করা সম্ভব হবে না।
তাই সকলের কাছে ছোট্ট আরাধ্যার পরিবার আর্জি জানিয়েছে, যদি কেউ আরাধ্যার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে বাঁচতে পারবে সে।যদিও এইমুহূর্তে শিলিগুড়ি ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোস্যাইটি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ওই পরিবারের দিকে।লকডাউনে বিভিন্ন সময়ে শিশু ও তার পরিবারের জন্য খাদ্যসামগ্রী পৌচ্ছে দিচ্ছে তারা।
সাহায্যের জন্য যোগাযোগ করুনঃ- ৭৬৯৯৬৪৪৫৮১