নকশালবাড়ি,২৫ এপ্রিলঃ নাবালিকাকে গনধর্ষনের ঘটনায় দোষীদের শাস্তির দাবি ও নির্যাতিতার পরিবারকে সুরক্ষা দেওয়া দাবিতে নকশালবাড়ি থানায় বিক্ষোভ দেখাল দার্জিলিং জেলা চিয়া কামান মজদুর ইউনিয়ন।
প্রসঙ্গত, গত ২০ এপ্রিল রাতে নকশালবাড়ির কিরনচন্দ্র চা বাগানে এক নাবালিকাকে গনধর্ষনের ঘটনা ঘটে। তদন্তে নেমে ৩ জন যুবককে গ্ৰেফতার করে পুলিশ। অভিযোগ, ঘটনার পরের দিন থেকেই ওই নাবালিকাকে উদ্বার করা স্থানীয় এক ব্যক্তিকে এবং নির্যাতিতার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে অভিযুক্ত যুবকের পরিবারের সদস্যরা।
এদিন নির্যাতিতার পরিবারের সদস্যদের সুরক্ষা এবং দোষীদের কঠোর শাস্তি দাবি জানান সংগঠনের সদস্যরা।