শিলিগুড়ি, ২৯ এপ্রিলঃ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়ার অভিযোগ। ট্যুইটারে বিধায়ককে মেরে ফেলার হুমকি দিলেন এক যুবক। সেই ঘটনায় শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিধায়ক শঙ্কর ঘোষ।
জানা গিয়েছে, কালিয়াগঞ্জের ঘটনা প্রসঙ্গ নিয়ে নিজের ট্যুইটার হ্যাণ্ডেল থেকে একটি পোস্ট করেছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানে এক যুবক বিধায়ককে হুমকি দেন। বিধায়ককে হুমকি দিয়ে লেখা হয় অবিলম্বে অ্যারেস্ট করে মারা উচিত। এরপরই শনিবার শিলিগুড়ি থানায় যান বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর সঙ্গে অন্যান্য বিধায়কেরাও ছিলেন। এদিন আইসি এর সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জানান বিধায়ক। তিনি জানান, যে যুবক এই হুমকি দিয়েছেন তিনি তৃণমূলের পক্ষে বহু পোস্ট করেছেন। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
