নাগরাকাটা, ২২ আগস্টঃ অবৈধ মদ সহ ২ জনকে গ্রেফতার করল নাগরাকাটা থানার পুলিশ।এই ঘটনায় একটি ট্রাক আটক করা হয়েছে।ধৃত দুজনের নাম সানা সিং ও লিলা গগৈ।দুজনই অসমের বাসিন্দা।
জানা গিয়েছে, শনিবার সকালে নাগরাকাটার ভানু মোড়ে নাকা চেকিং এর সময় একটি ট্রাক আটক করা হয়।সেই ট্রাক থেকে উদ্ধার হয় ১০৫ কার্টুন অবৈধ মদ।
নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মন বলেন, মোট ১০৫ কার্টুন মদ উদ্ধার করা হয়েছে।এই মদ অসম থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।