শিলিগুড়ি,১৬ মেঃ রাস্তায় ধর্ণায় বসে গ্রেফতার হলেন তিন বিধায়ক।রবিবার সকালে শিলিগুড়ির হাসমিচকে বিজেপির জেলা কার্যালয়ের সামনে ধর্ণায় বসেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ,ডাবগ্রাম- ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি ও মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন।বিভিন্ন জায়গায় কোভিড রোগীদের চিকিৎসার নামে হয়রানি করা হচ্ছে,প্রচুর বিল করা হচ্ছে এবং অবহেলার কারনে রোগী মৃত্যু হচ্ছে বলে অভিযোগ নিয়ে তারা এদিন ধর্ণায় বসেন।
তবে শিলিগুড়ি থানার পুলিশের তরফে জানানো হয় গতকাল রাজ্য সরকারের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না।তা জানানোর পর বিধায়কদের ধর্ণা থেকে উঠে যেতে বলা হয়।যদিও বিধায়কেরা ধর্ণা থেকে না উঠলে শেষমেষ পুলিশ তিন বিধায়ককে গ্রেফতার করে।
এদিন বিধায়কেরা জানান, মানুষের স্বার্থেই তারা রাস্তায় ধর্ণায় বসেছিলেন এবং মানুষের স্বার্থে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।