আর্থিক বঞ্চনা থাকা সত্ত্বেও উন্নয়ন কাজ থমকে নেইঃ অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি,৩ ফেব্রুয়ারিঃ আর্থিক বঞ্চনা থাকা সত্ত্বেও উন্নয়ন কাজ থমকে নেই শহর শিলিগুড়িতে। আজ শিলিগুড়ি পুরনিগমের একটি অনুষ্ঠানে এসে একথা জানালেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। 
রাজ্য সরকারের বরাদ্দ ২২ কোটি টাকায় শিলিগুড়িতে মোট ৮০টি রাস্তার উন্নতিকরণ প্রকল্পের সূচনা করলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি পুরনিগমের এক অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে এই প্রকল্পের সূচনা করেন তিনি। 
এদিনের এই অনুষ্ঠান সভায় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রামভজন মাহাতো, মেয়র পারিষদ কমল আগরওয়াল, শংকর ঘোষ, মুকুল সেনগুপ্ত। 
মেয়র জানান, দীর্ঘ এই পাঁচ বছর ক্ষমতায় থাকাকালীন রাজ্য সরকারের কাছ থেকে শুধুমাত্র অসহযোগিতাই পেয়েছেন তারা। শিকার হয়েছেন আর্থিক বঞ্চনার। এরপরও শিলিগুড়ির মানুষের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। 
তবে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে প্রাপ্ত কিছু অর্থ এবং পুরনিগমের অর্থ ও রাজ্যসভার সাংসদের কিছু আর্থিক সহযোগীতায় বর্তমানে তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজে উদ্যোগী হয়েছেন। আগামী কয়েক মাসের মধ্যেই তাদের হাতে নেওয়া কাজ শেষ করা হবে বলেও জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCEL