শিলিগুড়ি,৯ জুনঃ আর্থিক প্রতিকূলতাকে পাশ কাটিয়ে মাধ্যমিকে ৬১৬ নম্বর পেয়ে তাক লাগালো শিলিগুড়ির হৃদয় কুন্ডু।সূর্যনগর মাস্টার প্রীতনাথ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র হৃদয়।বাবা আনন্দ কুন্ডু একটি মুদি দোকানের কর্মচারী।মা স্মৃতি কুন্ডু পরিচারিকার কাজ করেন।শিলিগুড়ির মধ্য শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন তারা।কোনোরকমে সংসার চালিয়ে ছেলের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন আনন্দ বাবু।মাধ্যমিকে ছেলের এই সাফল্যে যারপরনাই খুশি হলেও আগামীতে ছেলের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন কিভাবে পূরণ করবেন সেই চিন্তা বর্তমানে ভাবাচ্ছে আনন্দ বাবু ও স্মৃতি দেবীকে।
বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী পাল এবং ওয়ার্ডের কিছু সদস্যরা হৃদয়ের বাড়ি যান।তাকে ফুলের তোড়া দিয়ে উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানান।পাশাপাশি পড়ার বই-খাতা,কলম সহ কিছু অর্থ তুলে দেন তার হাতে।
হৃদয় জানায়, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা রয়েছে।তবে আর্থিক দুর্বলতা তার স্বপ্নপূরণে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।তার এই স্বপ্ন পূরণে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছে হৃদয়।
অন্যদিকে ওয়ার্ড কাউন্সিলর লক্ষ্মী পাল বলেন, দারিদ্রতা কাটিয়ে মাধ্যমিকে ভালো ফলাফল করেছে হৃদয় কুন্ডু।আগামীদিনে উচ্চশিক্ষার জন্য কোন আর্থিক সহায়তার প্রয়োজন হলে আমরা সকলে মিলে তার পাশে দাঁড়াবো।
