জলপাইগুড়ি,৬ ফেব্রুয়ারিঃ স্বপ্ন রয়েছে পড়াশোনার পাশাপাশি বড় ফুটবলার হওয়ার। কিন্তু আর্থিক অনটনের জন্য সেই স্বপ্ন ফিকে হতে বসেছে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানের মেয়ে আনিসা মুন্ডার।
দশম শ্রেণীর ওই ছাত্রী এখনও ক্লাসের পাঠ্য বই কিনতে পারেননি। স্কুলে নিয়ে যাওয়ার ব্যাগটিও ছিড়ে গিয়েছে। ফলে নতুন ক্লাসে উঠলেও এখনো পর্যন্ত স্কুলে যাওয়া হয়ে ওঠেনি আনিসার। ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে বসেছে মাঠে যাওয়া। কারণ, এতদিন খালি পায়ে চা বাগানের মাঠে প্র্যাকটিস করলেও টুর্নামেন্টে খেলতে যাওয়ার জন্য দরকার বুট, জার্সি ও ফুটবল। এসবের কিছুই নেই তার কাছে। শুধু আছে, চোখে একরাশ স্বপ্ন। মেয়ের এই স্বপ্নকে মরে যেতে দিতে চান না মা রঞ্জিতা। সে কারণে তিনি আবেদন জানিয়েছেন প্রত্যেকের কাছে। পাশে দাঁড়ানোর আবেদন কোচ অমিত রায়েরও। তিনি বলেন, মেয়েটি যদি আর পাঁচজনের সহযোগিতা পায়, ও ফুটবলে অনেক দূর পর্যন্ত যাবে, এই বিশ্বাস রয়েছে