শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ এনজেপিতে স্থল বন্দরে আইএনটিটিইউসি নেতা প্রসেনজিৎ রায়ের নেতৃত্বে ভাঙচুর, হামলার অভিযোগ।বৃহস্পতিবারের এই ঘটনায় তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হয়েছে।বললেন আইএনটিটিইউসি জেলা সভাপতি অরূপ রতন ঘোষ।মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ঘটনা অনৈতিক ও কান্ডজ্ঞানহীন বলেই মন্তব্য অরূপ বাবুর।
বৃহস্পতিবার শ্রমিক নিয়োগ ঘিরে অসন্তোষের জেরে স্থল বন্দরে হামলা চালানো হয়।সেখানে শুল্ক দফতরের অফিসে ভাঙচুর চালানো হয়।কোটি টাকার মেশিন ভাঙা হয়।সেসময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরকন্যায় ছিলেন।ঘটনার পর থেকই প্রসেনজিৎ রায়ের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেছেন দলের একাধিক নেতৃত্ব।
এদিকে শুক্রবার এনজেপিতে গায়ের জোরে বনধ করানো নিয়েও বিতর্ক দেখা দিয়েছে।এদিন দুপুরে এনজেপি স্টেশনে যান অরূপ রতন ঘোষ।সকলকে দোকানপাট খোলার কথা জানান।সব স্বাভাবিক রাখার কথা বলেন তিনি। পাশাপাশি বলেন, মন্ত্রী ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক গৌতম দেব কলকাতায় গিয়েছেন। তিনি ফিরে আসলে আগামীকাল গোটা ঘটনা নিয়ে দল আলোচনায় বসবে। তারপর দলগত সিদ্ধান্তে ব্যবস্থা নেওয়া হবে।