শিলিগুড়ি,৫ মার্চঃ মেয়র অশোক ভট্টাচার্য চরম ব্যর্থ। তিনি কোনও নাগরিক পরিষেবা দিতে পারেননি। মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন শহরবাসীকে। শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্যকে কটাক্ষ করে একথা বলেন যুব কল্যান মন্ত্রী তথা জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস।
বৃহস্পতিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সভাকক্ষে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “জনগণ অনেক আসা নিয়ে তাকে ভোট দিয়েছিলেন। মানুষকে এই পাঁচ বছর ধরে প্রতারিত করেছেন মেয়র। পরিবেশের উন্নতি করা থেকে শুরু করে পরিশুদ্ধ পানীয় জল তিনি দিতে পারেননি”।
তিনি আরও বলেন, তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কয়েকবছরে শিলিগুড়িতে যে উন্নয়নমূলক কাজ করেছেন, তা বিগত কয়েকবছরেও কেউ করে উঠতে পারেননি। এবারের পুরনির্বাচন নিয়ে ১০০ শতাংশ আশাবাদী। কারণ শিলিগুড়িবাসী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভরসা করেন এবং তাঁর ওপরে আস্থা রাখেন।
অরূপ বিশ্বাসের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অশোক বাবু জানান, “তৃণমূল গত পাঁচ বছরে বহু কাজে বাঁধা দিয়েছে এবং অর্থনৈতিক অবরোধ করেছে। এত বাঁধা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও গত পাঁচ বছরে অনেক কাজ করে দেখিয়েছি। এবারের নির্বাচনে বামফ্রন্ট সরকার যেসব উন্নয়ন করেছে তা এবার প্রচারের হাতিয়ার করা হবে”।